চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া সীমান্তের একটি বাড়ি থেকে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বিজিবির দাবি উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হাসান।
বিজিবি পরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ হারুনের (৩৫) বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় বাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে থাকা একটি নেটের ব্যাগে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থার চারটি স্বর্ণেরবার পাওয়া যায়। অভিযান চলাকালে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করা হয়েছিলো বলে বিজিবি’র কাছে তথ্য রয়েছে।
বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে জব্দ করা স্বর্ণের বারগুলো জমা দেয়া হয়েছে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে।
বিডি প্রতিদিন/হিমেল