ফেনী পলিটেকনিক ইনিস্টিউটে asset প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণাসহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে পলিটেকনিকের নিজস্ব প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি টিচার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর রমজান আলী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন এসেস্ট প্রকল্পের হিসাব রক্ষক আলি আহসান শিহাব, এফকে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের পরিচালক মোহাম্মদ ফরিদ, ফেনী ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিদুর রহমান। এতে সিভিল, ইলেক্ট্রিক্যাল, পাওয়ার, আর্কিটেকচার, মেকানিকাল ও কম্পিউটার বিভাগ অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রমজান আলি বলেন, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে উদ্ভাবন ও কাজের পরিধি বৃদ্ধি করতে হবে। ডিপ্লোমা শিক্ষার্থীদের কাজের জায়গা তৈরি করতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন