বাংলাদেশের সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের স্থলবন্দরগুলোর মত বিলোনিয়া স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির সুযোগ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বন্দরের প্রশাসনিক ভবনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব দাবি জানান।
সভায় অতিথিরা বলেন, ত্রিপুরা রাজ্যের বিবির বাজার ও আখাউড়া স্থলবন্দরের মতো পেঁয়াজ, জিরা, লবণসহ কাঁচামাল পণ্য রপ্তানির অনুমোদন দেওয়া উচিত। এছাড়া বিলোনিয়া স্থলবন্দরকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। খাবার ও কাঁচামাল রাখার জন্য কোয়ারেন্টাইন দরকার। দ্রুত কোয়ারেন্টাইন স্থাপনের দাবিও জানান তারা।
ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, সিএন্ডএফ লাইসেন্স সহজীকরণ, বন্দরে পরিপূর্ণ অবকাঠামো নির্মাণ, দ্বিমুখী বাণিজ্যে ব্যবসায়ীদের উৎসাহ প্রদান, পণ্য আমদানি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ শামীম আলম, বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন, ২৪ পদাতিক ডিভিশনের লে. কর্নেল বখতিয়ার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব টিনা পাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক(দক্ষিণ এশিয়া-১) মো. মনোয়ার মোকাররম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মো. পায়েল পাশা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কবির, বিলোনিয়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মনির হোসেন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের মিনার, নাহিদ রাব্বি, মির্জানগর ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ, ব্যবসায়ী আজম ট্রেডার্স এর স্বত্বাধিকারী আহম্মদ আজম (সিরাজ) চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন, এনামুল কাউসার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন