বান্দরবানের বিভিন্ন স্থানে গাছের গায়ে লাগানো সাইনবোর্ড ও পেরেক অপসারণের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে মাসব্যাপী গাছ সুরক্ষা কর্মসূচি শুরু করেছে বন বিভাগ।
সকালে শহরের থানচি বাসস্ট্যান্ড মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম মঞ্জুরুল হক। উদ্বোধনের পর পাশের বিশাল বট গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণের কার্যক্রম শুরু করেন বন বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমএম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এবং প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন স্থান ও গুরুত্বপূর্ণ মোড়ের থাকা ছায়াবৃক্ষগুলো থেকে সাইনবোর্ড ও পেরেক অপসারণ করা হবে। সূত্রটি জানায়, সাইনবোর্ড ও পেরেক অপসারণের পাশাপাশি গাছের প্রতি যত্ন নেয়ার বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচিও নেয়া হয়েছে। সারাদেশে গত ২৬ ফেব্রুয়ারি থেকে গাছ সুরক্ষা কর্মসূচি শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ