খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে পাওয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কৃষকদের হয়রানি বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা।
ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার হারভেস্টার ব্যবহারকারী ঐক্যজোটের আয়োজনে আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের সমবায় মার্কেটের সামনে মানববন্ধন করেন ভর্তুকি মূল্যে হারভেস্টার ক্রয় করা শতাধিক কৃষক।
মানববন্ধনে তারা জানান, বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকির মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিস থেকে হারভেষ্টার সংগ্রহ করি। সরকারের উদ্দেশ্য সফল করতে স্বল্প সময়ে অল্প খরচে কৃষকদের উৎপাদিত ধান-গম কাটা ও মাড়াইয়ের জন্য হারভেষ্টার গাড়ি ক্রয় করি। কিন্তু হারভেষ্টার দিয়ে ধান কাটতে গিয়ে আমরা এখন সর্বশান্ত।
মানববন্ধনে কৃষকদের নামে সকল মামলা প্রত্যাহার করে হারভেস্টারের ঋণ মওকুফের দাবিও জানান ভুক্তভোগী কৃষকরা।
বিডি প্রতিদিন/জামশেদ