পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পিরোজপুরের টাউন ক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। কেন্দ্রীয় এ নেতার আগমনে বিকাল থেকে অডিটোরিয়ামের আশপাশ এলাকায় ভিড় জমায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। তবে মতবিনিময় সভায় শুধুমাত্র জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণের সুযোগ পান।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু এবং কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল