শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান।
তিনি জানান, রবিবার মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় বিএনপি সমর্থক সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি মো. আশরাফুল আলম (লিচু) ও মো. ছামিউল ইসলাম (আতাহার), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ (বাচ্চু) ও মো. রেজুয়ান উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আর জয়, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আবু জাফর, অডিটর আব্দুর রব আল আমিন (খোকন)।
এ ছাড়া চারজন নির্বাহী সদস্যর মধ্যে রয়েছেন-মোহাম্মদ আখতারুজ্জামান-২, মো. আতিকুর রহমান (রাজীব), মোহাদ্দিস নাফে দিশান ও মো. আব্দুল আজিজ (সজীব রানা)।
বিডি প্রতিদিন/এমআই