পাহাড়ের স্বনামধন্য সাংবাদিক দৈনিক গিরিদর্পণের সম্পাদক প্রয়াত একে এম মাকসুদ আহমেদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের জীবদ্দশার স্মৃতিচারণ ও পাহাড়ের সাংবাদিকদের একত্রিত করে কাজ করার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি তার আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। পরে হাফেজ কারী মাওলানা নুরুল হুদা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সভায় সাংবাদিক ইউনিয়ের সভাপতি শাহরিয়ার ইউনুছ, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ