মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। তাইতো আজ গেয়ে উঠছে তরুণ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ইতিহাসের পাতায় আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭৩ বছর পূর্ণ হলো।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর সম্মানে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। শুরুতেই ঘড়ির কাটায় ১২টা ১ মিনিটে পুস্পঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এ সময় হবিগঞ্জ পুলিশ সুপার এ.এন এম সাজেদুর রহমান, জেলা প্রশাসন, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ মেডিকেল কলেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পাঞ্জলি অর্পণ করেন। আর এতে করে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার প্রাঙ্গণ।
১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ ঘোষণা দেয় প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
বিডি প্রতিদিন/জুনাইদ