খাগড়াছড়িতে পুলিশ লাইন্স হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুরাতন পুলিশ লাইন্স মাঠে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখার ইসলাম খন্দকার।
তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তিনি।
এসময় পুলিশ লাইন্স স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী নাচ, কবিতা আবৃত্তি ও যেমন খুশি তেমন সাজ পরিবেশন করেন। অতঃপর স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের তরুণ কুমার ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ অত্র প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল