উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চর কুকরি-মুকরিতে ইউএনডিপির কারিগরি সহযোগিতা এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমিন মিথির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, হেমায়েত জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসানসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, জলবায়ু বিশেষজ্ঞ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
সভায় বাংলাদেশকে অভিযোজন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ