ভাষা শহীদদের স্মরণ করতে ও ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে কালেক্টরেট স্কুল।
আয়োজকরা জানান, শিশুরা রঙ তুলি দিয়ে কাগজে নিজের ইচ্ছেমতো ছবি এঁকেছে। এরকম নানা আয়োজনের মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলনের তাৎপর্য শিশুদের কাছে পৌঁছে দেওয়া জরুরি।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর বলেন, ‘বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ