কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে মিছিলের প্রস্তুতিকালে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জন এবং বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ভোর ৬টার দিকে টমছম ব্রিজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটকদের আদালতের মাধ্যমে সবাইকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।