ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ‘আমজনতার দল’ নিবন্ধন না পাওয়ায় ইসির গেটের সামনে গত মঙ্গলবার বিকাল থেকে আমরণ অনশনে বসে আছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।
এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন গতকাল তারেকের অনশনের প্রতি সংহতি জানাতে নির্বাচন কমিশনে (ইসি) আসেন। পরে তিনি সিইসির সঙ্গে দেখা করেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি সকালে একাই ইসির গেটের সামনে বসে আছেন। পরে আরও কয়েকজন তার সঙ্গে যোগ দেন।
তাই নির্বাচন কমিশন থেকে সেই গেট বন্ধ রাখা হয়। অন্য আরেকটি গেট দিয়ে ইসি কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করছেন।
তারেক বলেন, তিনি এখানেই অনশনে থাকবেন। তার দলের লোকজনকে ইসির সামনে ভিড় করতে মানা করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত একাই বসে থাকতে চান।
তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি নির্বাচন কমিশনের প্রধান ফটকের এক পাশে বসে আছি। সহযোদ্ধাদের এখানে আসতে দেই না, যাতে গেটে যাওয়া-আসার সমস্যা না হয়। কিন্তু তারা এই গেট পুরোপুরি লক করে অন্য পাশের পকেট গেট দিয়ে যাওয়া-আসা করছেন। পকেট গেটের পাশে বসলে আবার এটা খুলে দিচ্ছে। আবার এখানে এক পাশে বসলে অন্যটা খুলে দিচ্ছে। তিনি বলেন, এখনো সুস্থ আছি, এই অনশন নির্বাচন কমিশনের জুলুমের বিরুদ্ধে অনশন।’
তারেকের অনশনের বিষয়টি আলোচনায় তোলার আশ্বাস সিইসির
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাশেদ খাঁন বলেন, একটি দল নিবন্ধন না পেয়ে ইসি ভবনের ফটকে আন্দোলন করছে, এমন অনেক দল নিবন্ধন পায়নি। এ বিষয়ে সিইসির কাছে অনুরোধ করেছি- সামনে নির্বাচন, এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। সিইসি বলেছেন- আমি কমিশনের পরবর্তী বৈঠকে তুলব এবং এ বিষয়ে আলোচনা হবে।