নতুন রাজনৈতিক দল আমজনতা দল এখনও নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলের সদস্যসচিব মো. তারেক রহমান ইসি ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবার বিকেল থেকে অনশন শুরু করেছেন তিনি এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে তারেকের অনশনকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।
তিনি লিখেছেন, “আমজনতার দলের নিবন্ধনের দাবিতে অনশনে সংহতি জানিয়েছেন সাম্যবাদী দলের পক্ষ থেকে কমরেড হারুন চৌধুরী ও নুরে আলম ভাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রিপন ভাই, এবং জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের খোকন ভাই।”
এদিকে, গত রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অনশনে সংহতি প্রকাশ করেন। তিনি ফেসবুকে লিখেছেন, “আমি মনে করি, তার (মো. তারেক রহমান) দলকে শর্ত শিথিল করে হলেও নিবন্ধন দেওয়া উচিত। অন্যরাও এভাবেই সংহতি জানাচ্ছে, তাই আমি তার আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি।”
পরে বুধবার দুপুরে রাশেদ খান নির্বাচন কমিশন ভবনের সামনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সংহতি জানান।
বিডি প্রতিদিন/হিমেল