গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল উপজেলা শহরের উদয় সাগর এলাকা থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ সুমন সরকার ও স্ত্রী আঞ্জুআরা বেগম এবং ডাকেরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। সুমন উদয় সাগর এলাকার চান মিয়ার ছেলে ও আঞ্জুআরা তার স্ত্রী। বুলবুল ডাকেরপাড়া এলাকার দেলোয়ার হোসনের ছেলে।