কক্সবাজারের রামু, উখিয়া এবং টেকনাফে বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ১৩ বছর পার হতে চলেছে। এসব ঘটনায় দেড় ডজন মামলা হলেও সাক্ষীর অভাবে এগোয়নি বিচার কার্যক্রম। বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, রাজনৈতিক কারণে মামলার মূল বিষয় উঠে আসেনি এবং বিচার প্রক্রিয়া ধীর গতি হয়েছে। এ ঘটনায় দায়ের মামলাগুলো পুনঃতদন্ত, জড়িতদের শনাক্ত এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজার জেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সদস্যসচিব মিথুন বড়ুয়া বোথাম বলেন, এ ঘটনার পর দৃষ্টিনন্দন বিহার পাওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন ফের মজবুত হয়েছে। কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ এখনো থামেনি। রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া বলেন, ২০১২ সালের ওই হামলায় জড়িতরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের আবাসিক প্রধান ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, সাক্ষীর অভাবে বিচার কার্যক্রম ধীরগতিতে ছিল। মামলাগুলো সর্বশেষ কোন পরিস্থিতিতে আছে আমাদের কাছে তথ্য নেই। জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, বৌদ্ধপল্লি ট্র্যাজেডি ১৮টি মামলা বিভিন্ন আদালতে চলছে। সূত্রমতে, স্পর্শকাতর ও আলোচিত ১৮ মামলায় প্রায় ৯০০ আসামি ও ১৬০ সাক্ষী আছেন। মামলাগুলো বিভিন্ন আদালতে বিচারাধীন। সাক্ষীদের নামে সমন জারি হলেও সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন তারা। রামুর বাসিন্দা সাজু বড়ুয়া বলেন, মামলার বাদী পুলিশ, তদন্তও করেছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, হামলার পর এলাকায় সব সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আগের মতো হয়েছে। গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বিহার। তাই নতুন করে সম্প্রীতি নষ্ট হওয়ার ভয়ে সাক্ষীরা সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন। রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি রিটন বড়ুয়া বলেন, হামলার ভিডিওতে যাদের দেখা গেছে তাদের অনেকেই চার্জশিট থেকে বাদ গেছে। আবার হামলায় জড়িত নেই এমন অনেকে আসামি হয়েছেন। উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর গভীর রাতে গুজবের জেরে রামুর ১২টি বৌদ্ধবিহার এবং বৌদ্ধপল্লির ২৬টি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয়। এর জেরে ৩০ সেপ্টেম্বর উখিয়া-টেকনাফের আরও সাতটি বৌদ্ধবিহার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
শিরোনাম
- আইএলটি–টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
- ১৬ ঘণ্টা পর জট কেটেছে মেঘনা টোলপ্লাজার, মদনপুরে ১২ কি.মি তীব্র যানজট
- ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি : আমীর খসরু
- ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা
- ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
- জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
- ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
- ‘সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিলে বাঁচানো সম্ভব’
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
- আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল
- সব বাধা ভেদ করে ফেব্রুয়ারিতে মানুষ নির্বাচনের মাঠে যাবে : অ্যাটর্নি জেনারেল
- দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে
- ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক বৃত্তে আবদ্ধ থাকে না
- চার প্রশ্নমালায় জনমত নিচ্ছে জাতীয় বেতন কমিশন
- শুভসংঘের উদ্যোগে আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে মতবিনিময়
- সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের
- বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : ডা. জাহিদ
- ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে’
- আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
বৌদ্ধপল্লিতে হামলার যুগ পার, ঝুলে আছে বিচার
কক্সবাজারের রামু
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর