কক্সবাজারের রামু, উখিয়া এবং টেকনাফে বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ১৩ বছর পার হতে চলেছে। এসব ঘটনায় দেড় ডজন মামলা হলেও সাক্ষীর অভাবে এগোয়নি বিচার কার্যক্রম। বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, রাজনৈতিক কারণে মামলার মূল বিষয় উঠে আসেনি এবং বিচার প্রক্রিয়া ধীর গতি হয়েছে। এ ঘটনায় দায়ের মামলাগুলো পুনঃতদন্ত, জড়িতদের শনাক্ত এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজার জেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সদস্যসচিব মিথুন বড়ুয়া বোথাম বলেন, এ ঘটনার পর দৃষ্টিনন্দন বিহার পাওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন ফের মজবুত হয়েছে। কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ এখনো থামেনি। রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া বলেন, ২০১২ সালের ওই হামলায় জড়িতরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের আবাসিক প্রধান ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, সাক্ষীর অভাবে বিচার কার্যক্রম ধীরগতিতে ছিল। মামলাগুলো সর্বশেষ কোন পরিস্থিতিতে আছে আমাদের কাছে তথ্য নেই। জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, বৌদ্ধপল্লি ট্র্যাজেডি ১৮টি মামলা বিভিন্ন আদালতে চলছে। সূত্রমতে, স্পর্শকাতর ও আলোচিত ১৮ মামলায় প্রায় ৯০০ আসামি ও ১৬০ সাক্ষী আছেন। মামলাগুলো বিভিন্ন আদালতে বিচারাধীন। সাক্ষীদের নামে সমন জারি হলেও সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন তারা। রামুর বাসিন্দা সাজু বড়ুয়া বলেন, মামলার বাদী পুলিশ, তদন্তও করেছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, হামলার পর এলাকায় সব সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আগের মতো হয়েছে। গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বিহার। তাই নতুন করে সম্প্রীতি নষ্ট হওয়ার ভয়ে সাক্ষীরা সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন। রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি রিটন বড়ুয়া বলেন, হামলার ভিডিওতে যাদের দেখা গেছে তাদের অনেকেই চার্জশিট থেকে বাদ গেছে। আবার হামলায় জড়িত নেই এমন অনেকে আসামি হয়েছেন। উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর গভীর রাতে গুজবের জেরে রামুর ১২টি বৌদ্ধবিহার এবং বৌদ্ধপল্লির ২৬টি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয়। এর জেরে ৩০ সেপ্টেম্বর উখিয়া-টেকনাফের আরও সাতটি বৌদ্ধবিহার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
শিরোনাম
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক