সিলেটে খেলতে গিয়ে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের পাশে পিয়াইন নদীতে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মীম (৩) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়ামিন (৩)। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে পিয়াইন নদীর পাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা নদীতে পড়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার দোগাছি গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৫) ও তার মামাতো ভাই পাশের আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।