ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে তারা মারা যায়। মৃতরা হলো জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)। তারা বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তিশা ও আরিয়ান। পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে পানিতে ভেসে থাকা এক শিশুর লাশ দেখতে পান। সন্দেহ হলে তিনি আরও খোঁজ করে আরেকজনের লাশও পান। তাদের নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।