ঝিনাইদহের শৈলকুপায় তিন সংবাদকর্মীকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। শৈলকুপা প্রেস ক্লাবের সামনে গতকাল এ কর্মসূচির আয়োজন করেন ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। লাঞ্ছনার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দেলোয়ার কবীর শৈলকুপা থানায় অভিযোগ করেছেন।
বক্তারা বলেন- সাংবাদিকের কাজে বাধা ও লাঞ্ছনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। কর্মসূচিতে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অংশ নেন। শৈলকুপা ১৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার জন্য টাকা তোলা হচ্ছে এমন অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সংগ্রহে যান স্থানীয় তিনজন সাংবাদিক। তখন সেখানে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহারের স্বামী পৌর আওয়ামী লীগ সহসভাপতি এনায়েত হোসেন। তিনি সংবাদিকদের ওপর চড়াও হন এবং গালাগাল ও হুমকিধমকি দেন।