বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, সিআইয়ের এজেন্ট নামধারী কাউকে আমি চিনি না। কোনোদিন এমন কারও সঙ্গে দেখা কিংবা কথাও হয়নি। এ নিয়ে গণমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। তিনি এ প্রতিবেদককে বলেন, বিগত ১৭ বছর দুঃসময়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। দলের বিরুদ্ধে অবস্থান নিইনি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে হামলা-মামলায় কারাবরণ করেছি। এখন একটি মহল সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।