ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে সজীব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার টিঘর গ্রামের পূর্বপাড়ার কামাল মিয়ার ছেলে। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, সকালে টিঘর গ্রামের পশ্চিমপাড়ার করিম মিয়ার জমিতে বিদ্যুতের খুঁটির পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারে। মৃতের হাতে তার কাটার প্লাস ছিল।