চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানে ৫২টি প্রতিষ্ঠানের ১২৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। সদর উপজেলা মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে গতকাল সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, শিক্ষিত প্রজন্মই দেশ এগিয়ে নিতে পারে।