বগুড়ার শিবগঞ্জে সাত লাখ টাকার জাল নোটসহ মো. রিয়াজুল ইসলাম (৩৯) নামের যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। স্কুল ব্যাগে ১ হাজার ৪০০টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।