পটুয়াখালীর কলাপাড়ায় একটি দাতিনা মাছ বিক্রি হয়েছে এক লাখ টাকায়। এ মাছটি এফ'বি মায়ের দোয়া নামে একটি ট্রলারের জেলেরা বঙ্গোপসাগর থেকে শিকার করেছেন। মাছটির ওজন ২১ কেজি। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুর মো. ফজলুর রহমান গাজীর ফয়সাল ফিসে মাছটি বিক্রি করা হয়।
একই দিনে মহিপুরের রোজিন ফিস নামে অপর আড়তে তিনটি দাতন মাছ বিক্রি করেছে আটাশি হাজার টাকায়। এরমধ্যে দু’টি মাছের ওজন ১৪ কেজি করে, অপরটি ১৩ কেজি। চট্রগ্রামের কুতুবদিয়া এলাকার আবদুল হালিম মাঝির ‘এফ'বি আল্লাহ মালিক’ নামে ট্রলারের জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ তিনটি শিকার করেন। মাছগুলো আড়তে নিয়ে আসলে শতশত মানুষ ভীর করে দেখার জন্য। পরে ডাকের মাধ্যমে এ তিনটি মাছ আটাশি হাজার বিক্রি করা হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ মাছগুলো কালো পোয়া মাছ। স্থানীয় ভাষায় এগুলোকে দাতিনা মাছ বলা হয়। এ মাছগুলো সাধারনত ইউরোপের অনেক দেশে রপ্তানি করা হয়। এ মাছের বায়ুথলী থেকে কসমেটিকস, মেডিসিন, সুতা তৈরী হয় বলে এ মাছের চাহিদা যেমন বেশি, তেমনি সবসময় এ মাছ পাওয়া যায় না।
বিডি প্রতিদিন/এএম