আগামী ১০-২১ নভেম্বর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের কপ-৩০ বিশ্ব জলবায়ু সম্মেলন। সেখানে বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে সাতক্ষীরার দুই শিশু—নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে দাঁড়িয়ে তারা বিশ্বের সামনে বাংলাদেশের উপকূলীয় শিশুদের বাস্তবতা তুলে ধরবেন। নওশীন ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শিক্ষক দম্পতি মো. শহীদুল ইসলাম ও জেসমিনের সন্তান। সে প্রতাপনগর ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি। কয়েক বছর ধরে সে শিশু সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে।
অন্যদিকে, নুর আহমেদ জিদান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা। সে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং কেন্দ্রীয় উপকূলীয় শিশু ফোরামের সভাপতি।
তারা দুজনই জাগ্রত যুব সংঘ (JJS), চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড DRR ও KNH-BMZ-এর সহযোগিতায় সম্মেলনে অংশ নিচ্ছে। ১৪ নভেম্বর তারা Children in Crisis বিষয়ে ইয়ুথ প্যাভিলিয়নের প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন।
নওশীন ইসলাম বলেন, উপকূলের শিশুদের দুঃখ-দুর্দশা তুলে ধরব। ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের অধিকার নিশ্চিতে উন্নত দেশের নেতাদের দৃষ্টি আকর্ষণ করব।
নুর আহমেদ জিদান বলেন, জলবায়ু পরিবর্তনে সাতক্ষীরার উপকূল এখন বাঁচা-মরার লড়াইয়ের মুখে। উন্নত দেশগুলো যেন তাদের ভুলের মাশুল আমাদের শিশুদের ওপর না চাপায়, সে দাবি জানাব।
নওশীনের বাবা শহীদুল ইসলাম বলেন, বিশ্বমঞ্চে আমার মেয়ে বাংলাদেশের কথা বলবে, এতে আমি গর্বিত। এই দুই শিশুর অংশগ্রহণ বাংলাদেশের উপকূলীয় শিশুদের কণ্ঠ আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল