এখন থেকে জমিতে দাঁড়িয়ে স্মার্ট ফোনে ‘খামারি অ্যাপ’ ব্যবহার করে কৃষক হয়ে উঠতে পারেন নিজের জমির ডাক্তার। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) উদ্ভাবিত এ অ্যাপেই কৃষকরা পাবেন ফসল উৎপাদন-সংক্রান্ত তথ্য ও পরামর্শ। জানতে পারবেন মাটির গুণাগুণ, কোন ফসল কেমন হবে, কী পরিমাণ সার ও বীজ লাগবে ইত্যাদি সম্পর্কে। এ ছাড়া অ্যাপটি আবহাওয়া সম্পর্কেও ধারণা দিতে পারে, যা কৃষকদের খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। কৃষকদের ডিজিটালভাবে সহায়তা করতে তৈরি এ অ্যাপ পাওয়া যাবে ফোনের গুগল প্লে স্টোরে। গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে ‘খামারি অ্যাপ’ ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য জানান বক্তারা।