বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ২১ শিক্ষার্থীর অভিভাবকদের মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন তরিকুল ইসলাম নয়ন, শাহারিয়ার শাওন, শাওন শেখ এবং সাজ্জাদ হোসেন।
এর মধ্যে নয়নকে ছয় মাসের বহিষ্কারাদেশ বা ৪০ হাজার টাকা জরিমানা ও শাওনকে বহিষ্কারাদেশ বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাওন শেখ ও সাজ্জাদকে ছয় মাস বা এক সেমিস্টার বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
আদেশে আরও জানানো হয়, বহিষ্কৃত চার শিক্ষার্থীসহ মার্কেটিংয়ের ১০ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ শিক্ষার্থীকে অভিভাবকসহ সাত কার্যদিবসের মধ্যে প্রক্টরের সামনে উপস্থিত হয়ে মুচলেকা দিতে হবে।
১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় উপাচার্য ও ১৩ শিক্ষার্থী আহত হন।