মেহেরপুরের গাংনীর রাইপুর ইউপি কার্যালয়ে ভাঙচুর ও সরকারি চাল লুটের অভিযোগ উঠেছে। গতকাল এ ঘটনায় ইউপি প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম জানান, নারগিছ ও তার স্বামীসহ কয়েকজন হামলা চালায়। তারা ৩৬ বস্তা চাল লুট করে। ওসি বানী ইসরাইল বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।