বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে রাষ্ট্র গঠনের রূপরেখা বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। গতকাল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুবদলের খাইরুল ইসলাম সজিব প্রমুখ।