নেত্রকোনার মহাদেব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল কলমাকান্দা উপজেলার নল্লাপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সাজাপ্রাপ্তরা হলো- রাসেল মিয়া, পলাশ মিয়া ও কলমাকান্দা ইউনিয়নের মাসুদ মিয়া। কলমাকান্দা থানার ওসি লুৎফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।