ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী একটি কোস্টার বাস (মিনিবাস) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চালক ও দুজন শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি এ সংঘর্ষ হয়। জানা যায়, শিক্ষকবাহী কোস্টার বাসটি কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে এগারো মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রূপসা বাসের চালক পালিয়ে যায়। আহতরা হলেন- ইবির বাস চালক নজরুল ইসলাম, অধ্যাপক শফিকুল ইসলাম ইসলাম, একজন ডেপুটি রেজিস্ট্রারসহ আটজন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, চালক বেশি আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।