চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী তিতাস নামে এক হুন্ডির বাহককে আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সোমবার বিকালে তাকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত হুন্ডির মূল ব্যবসায়ী খোকনকে। তিতাস খোকনের ব্যবসার ম্যানেজার। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই বিল্লাল জানান, তিতাসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।