জয়পুরহাটে ভুয়া ব্যাংক ভাউচার দেখিয়ে সরকারি সার উত্তোলনের চেষ্টার সময় হাসিব আল মামুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় শহরের সিও কলোনি এলাকার বিসিআইসি বাফার গোডাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। ওসি তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে।