নানা জটিলতার কারণে গতকাল থেকে বেনাপোল বন্দরে বন্ধ হয়ে গেছে ভারতীয় মাছের আমদানি। আমদানি করা মাছের ওপরে নতুন শুল্ক আরোপ করায় আমদানিকারকরা মাছ আমদানি বন্ধ রেখেছে। আমদানিকারকদের অভিযোগ জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত মূল্যের চেয়ে দেড় গুণ মূল্য বৃদ্ধি করে শুল্ক আদায় ও নতুন শর্ত আরোপ করা হয়েছে। এ কারণে বেনাপোল দিয়ে গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে মাছের আমদানি ৫০ শতাংশ কমেছে। এতে প্রতিদিন প্রায় ১ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে কাস্টমস হাউস। রবিবার থেকে বেনাপোল স্থলবন্দরে কোনো মাছের গাড়ি বা ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা বলেন, মিঠাপানির মাছ আমদানি করতে হবে আশি শতাংশ ও সামুদ্রিক মাছ আমদানি করতে হবে বিশ শতাংশ। ৬ মাসের পণ্যচালান তদারকিতে তথ্যের গড়মিল পাওয়া গেছে। গত সপ্তাহে কিছু অনিয়ম হয়েছে। এসব আমদানিকারককে জরিমানা আরোপ করা হয়েছে। বৈধ আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হবে।