আধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে নোয়াখালীতে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালী জেলা অ্যানেসথেসিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম এর সভাপতি ও সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন মনজুরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৮৪৬ সালের ১৬ অক্টোবর অ্যানেসথেসিয়ার প্রথম সফল প্রয়োগ হয়েছিল। সেই দিনটির স্মরণেই ১৯০৩ সাল থেকে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালিত হয়ে আসছে।
বিডি-প্রতিদিন/তানিয়া