চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জিনওয়া টেকনোলজিস আবারও ফিরিয়ে আনছে জনপ্রিয় ব্ল্যাকবেরি ক্লাসিক কিউ২০ মডেলকে, তবে এবার নতুন রূপে ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়। প্রতিষ্ঠানটি পুরোনো ফোনটির হার্ডওয়্যার সম্পূর্ণ নবায়ন করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত একটি সংস্করণ উন্মোচন করেছে, যার নাম দিয়েছে ‘জিনওয়া কিউ২৫ প্রো’ (Zinwa Q25 Pro)।
আধুনিকতার সঙ্গে নস্টালজিয়ার মেলবন্ধন
দশকপ্রাচীন ব্ল্যাকবেরি ফোনের স্বাদ ফিরিয়ে আনতে নতুন এই ডিভাইসটিতে রাখা হয়েছে পুরোনো ক্লাসিক টাচস্ক্রিন, তবে ভেতরে যোগ হয়েছে আধুনিক শক্তিশালী প্রসেসর ও উন্নত হার্ডওয়্যার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ (MediaTek Helio G99) চিপসেট, ১২ জিবি র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ।
ক্যামেরা ও ব্যাটারিতে উন্নতি
‘জিনওয়া কিউ২৫ প্রো’-তে ব্যাটারি ক্ষমতা আগের ব্লাকবেরি ফোনটি থেকে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন যুক্ত হয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এ ছাড়া পুরোনো মাইক্রো ইউএসবি পোর্ট বদলে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ–সি সংযোগে, যাতে চার্জিং ও ডেটা ট্রান্সফার আরও দ্রুত হয়। ডিভাইসটি ৪জি এলটিই সাপোর্ট করলেও ৫জি সমর্থন নেই।
পুরোনো ট্র্যাকপ্যাডের ফিচারও থাকছে
ব্ল্যাকবেরির স্বাক্ষর ফিচার ক্যাপাসিটিভ ট্র্যাকপ্যাড নতুন সংস্করণেও সম্পূর্ণ কার্যকর রাখা হয়েছে। ফোনটি চলছে অ্যান্ড্রয়েড ১৩-এর হালকা সংস্করণে, তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে—
ভবিষ্যতে সফটওয়্যার আপডেট দেওয়ার পরিকল্পনা এখনই নেই, যদি না গ্রাহকদের আগ্রহ তীব্র হয়।
অন্যান্য মডেলও ফিরতে পারে
‘জিনওয়া কিউ২৫ প্রো’ সফল হলে, প্রতিষ্ঠানটি ব্ল্যাকবেরি পাসপোর্ট ও কিওয়ান (KeyOne)–এর মতো মডেল পুনরুজ্জীবিত করার কথা ভাবছে। উল্লেখ্য, ব্ল্যাকবেরি কিওয়ান প্রথম থেকেই অ্যান্ড্রয়েডভিত্তিক ছিল।
দাম ও বাজারে আসার সময়
‘জিনওয়া কিউ২৫ প্রো’-এর মূল্য ৪০০ ডলার (প্রায় ৪৭ হাজার টাকা)। এ ছাড়া ৩২০ ডলারে (প্রায় ৩৮ হাজার টাকা) পাওয়া যাবে একটি DIY (Do-It-Yourself) কিট,
যার মাধ্যমে পুরোনো ব্ল্যাকবেরি ক্লাসিক নিজে থেকেই আপগ্রেড করা যাবে। ক্যামেরা মডিউল ও ব্যাটারির মতো খুচরা যন্ত্রাংশও আলাদাভাবে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
প্রথম ১০০ ইউনিট আগস্টের শেষ নাগাদ বাজারে আসবে, এবং মিড–সেপ্টেম্বরে শুরু হবে ব্যাপক হারে উৎপাদন।
জিনওয়া বর্তমানে একটি ডিসকর্ড চ্যানেলের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে, যেখানে শিপমেন্ট, উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ মডেল নিয়ে আপডেট শেয়ার করা হচ্ছে বলে জানা গেছে।
সূত্র: উবার গিজমো
বিডি প্রতিদিন/আশিক