এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজের থেকে কেউ পাস করেনি। ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়রে কবিরাজ হাট কলেজ রয়েছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, কবিরাজ হাট কলেজের অংশ নেওয়া ১০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালে কলেজটি স্থাপিত হয়। ২০২৩ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেজে ১১ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী কর্মরত আছেন। গত বছর এক কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। তবে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১০জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি।
এ ব্যাপারে মুঠোফোনে কলেজের অধ্যক্ষ হিমাদ্রি রায় জানান, কলেজটির অবস্থান প্রত্যন্ত অঞ্চলে এবং এই এলাকার বেশির ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে। ফলে সংসারে আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে বেশির ভাগে শিক্ষার্থীকে পরিবারের সাথে কাজে যেতে হয়। এ কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না। পাশাপাশি এ বছর দেশের রাজনৈতিক ও কলেজের বিভিন্ন সংকটের কারণে কাঙ্খিত ফলাফলে অর্জনে আমাদের চেষ্টা ব্যর্থ রয়েছে। সদ্য একাডেকিম স্বীকৃতিপ্রাপ্ত কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে কলেজের আর্থিক এবং কক্ষ ও আসবাবপত্র সংকট শিক্ষাদানে প্রভাব ফেলেছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ নিয়েছি। যাতে করে কলেজটি তার গৌরব ফিরে পায়।
বিডি প্রতিদিন/এএম