বিকেল ৫টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে লংমার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে সচিবালয়ে বৈঠক শেষে শহীদ মিনারে এসে এই হুঁশিয়ারি দেন তিনি।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আলোচনার জন্য আমাদের সচিবালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে আমরা বুঝলাম সেটা কোনো আলোচনা ছিল না। আমাদের মনে হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার চাপে তারা আলোচনার নামে আই ওয়াশ করেছে। তাই আর কাউকে বিশ্বাস করি না।’
তিনি বলেন, এখন আমাদের একটা মাত্র পথ খোলা আছে, তা হলো- প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। বিকেল ৫টা পর্যন্ত আমরা সময় বেঁধে দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করবো।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন