গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, তালা কাটার যন্ত্রসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- গোবিন্দগঞ্জের পূর্বমাস্তা গ্রামের মহব্বত আবদুর রহমান ওয়াসিম (২৬), তুলসীপাড়া মহববতপুর গ্রামের অলিউল্লাহ ডলার (২৯), হেলাল মিয়া (২৭) ও জাহাঙ্গীর আলম (৪৬)। গতকাল গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।