ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের অর্ধশতাধিক কলা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
সোমবার সকালে ফতেপুর ইউপির পুরন্দরপুর কানাইডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সুলতান মুন্সি বাদী হয়ে এলাকার রাখালভোগা গ্রামের পাঁচু খাঁর দুই ছেলের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, মহেশপুর উপজেলার পুরন্দরপুর ১নং মৌজার কানাইডাঙ্গা মাঠে ৮৮ শতক জমি তিনি রাখালভোগা গ্রামের পাঁচু খাঁদের কাছ থেকে কিনে দীর্ঘ ১২/১৩ বছর চাষাবাদ করে আসছে। কিন্তু তারা কিছু না জানিয়ে সোমবার সকালে জোটবন্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ৫০টি কলা গাছ কেটে দেয়। এসময় পাশে থাকা মাঠের কৃষি কাজে নিয়োজিত লোকজনের বাঁধার মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন