মেহেরপুরের গাংনী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবদুল খালেক মন্ডল (৪৫) নামে এক ভ্যানচালককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ছাত্রীর অভিভাবক ও স্থানীয়রা। গতকাল দুপুরে উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ভ্যানচালক খালেক মন্ডল পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে। গাংনী থানার ওসি জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।