নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসীর চাপে মুচলেকা দিয়ে মাদক কারবার ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন সাত মাদক কারবারি। গতকাল উপজেলার তারাব পৌরসভার মৈকুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন-উপজেলার মৈকুলী এলাকার আলী আজগর, সুফি বেগম, রাবি বেগম, শ্যামল, রিপন মিয়া, বিল্লাল ও আলম মিয়া। এলাকাবাসী জানান, আজগর, সুফি, রাবি, শ্যামল, রিপন, বিল্লাল ও আলম বড় মাদকের ডিলার হিসেবে পরিচিত। তারা উপজেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে মৈকুলী এলাকার লোকজন মাদকবিরোধী একটি সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় এলাকায় কাউকে মাদক কারবার করতে দেওয়া হবে না। পরে শুক্রবার সন্ধ্যায় ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। গতকাল এলাকাবাসীর উপস্থিতিতে ওই সাতজন মুচলেকা দিয়ে মাদক কারবার ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন। ওসি তরিকুল ইসলাম বলেন, মাদক কারবার রোধে এ ধরনের উদ্যোগ অবশ্যই ভালো।