গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক (৪২) বছর হবে জানায় পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইয়াদ আলী বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পূর্ব তীর থেকে মরদেহটি উদ্ধার কার হয়।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে ওই এলাকার ব্রহ্মপুত্র নদে ওই নারীর মরদেহটি ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। এসময় মরদেহটির গলায় মালা ও হাতে শাঁখা রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারী হিন্দু ধর্মের। কয়েক দিন আগে অন্য কোনো এলাকা থেকে নদীর স্রোতে মরদেহটি ভেসে এখানে এসেছে। অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম