শ্রমিক গ্রেফতার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রবিবার ভোর থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার সব রুটে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তীতে সাধারণ যাত্রীরা।
অনেকেই অগ্রিম টিকিট কেটে রাখলেও বাস না পেয়ে বিপাকে পড়েছেন। অনেকেই ভোরে বাসস্ট্যান্ডে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বিকল্প যানবাহনের খোঁজে ছুটছেন।
বাসযাত্রী হাবিব বলেন, অগ্রিম টিকেট কেটে ছিলাম বাস চলাচল বন্ধ থাকায় যেতে পারলাম না। ঢাকায় গুরুত্বপূর্ণ কাজ ছিল।
কলেজছাত্র রহমান বলেন, ঢাকায় পড়াশুনা করি। কলেজ খুলেছে, ঢাকা যাওয়ার জন্য এসেছিলাম কিন্তু এসে দেখি বাস বন্ধ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন