গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতের এই অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় ১৭টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ১৭টি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকার আশিকুর রহমান (৩২) ও আদম হোসেন (২৮)। সোমবার রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জের তালুক রহিমাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে।