এশিয়া কাপে 'বি' গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৫০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে হংকং। টস হেরে দুবাইয়ে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় হংকং। তবে ১৬ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে হংকংকে বড় রানের স্বপ্ন দেখান অংশুমান রাঠ ও নিজাকাত খান।
দুজনের দারুণ ব্যাটিংয়ে একটা সময় ১৩ ওভার শেষে ২ উইকেটে ৯৬ রান তোলে হংকং। কিন্তু শেষ ৪২ বলে ৫৩ রান নেওয়ায় ফিনিশিংটা ভালো হয়নি তাদের। ব্যক্তিগত ৪৮ রানে অংশুমান আউট হওয়ার পর তো রানের চাকা স্তিমিত হয়ে পড়ে।
তবে লড়াইটা চালিয়ে যান নিজাকাত। ৫২ রানের ইনিংস খেলে ৪ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। ১৩৬.৮৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন দুষ্মন্ত চামিরা।
এদিন শুরুটা দারুণ হয়েছিল হংকংয়ের। তবে শেষটা ভালো হয়নি তাদের। অন্যথা ১৪৯ রান নয়, শ্রীলঙ্কার বিপক্ষে আরো বড় সংগ্রহ পেত হংকং। এতে বড় অবদান রেখেছেন হাফ সেঞ্চুরিয়ান নিজাকাত খান।
বিডি-প্রতিদিন/শআ