দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেল ভারত। একপেশে ম্যাচে পাকিস্তানের দেওয়া ১২৮ রানের লক্ষ্য মাত্র ১৫.৫ ওভারে সাত উইকেটে জয় পায় সূর্যকুমার যাদবের দল।
কিন্তু ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচ-পরবর্তী দৃশ্য। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে ভারতীয় দলের সঙ্গে প্রচলিত হ্যান্ডশেকের অপেক্ষায় থাকলেও সূর্যকুমার যাদবসহ ভারতীয় খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দুই দেশের সমর্থকদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়।
পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার ভারতীয়দের এই আচরণের কঠোর সমালোচনা করে বলেন, “আমি বাকরুদ্ধ। ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক বানানো ঠিক নয়। এটা হতাশাজনক। এটা ক্রিকেট ম্যাচ, রাজনীতির বিষয় নয়। আমরা ইতিবাচক বার্তা দিয়েছি। হাত মেলানো সৌজন্যের ব্যাপার। ঝগড়া লড়াই সব জায়গায় হয়, এমনকি ঘরের ভেতরেও। ভুলে যাও, এগিয়ে যাও।”
টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের পাকিস্তানি দলের সঙ্গে হ্যান্ডশেক বা কথোপকথনে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ভক্তরা একে খেলাধুলার চেতনাবিরোধী বলে মন্তব্য করেছেন। ক্রিকেটে সৌজন্য বজায় না রাখার বিষয়টি দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
বিডি প্রতিদিন/আশিক