বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেছেন, বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা আবার দুঃসাহস দেখাচ্ছে, এদের সমূলে উৎখাত করতে হবে। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। মুসা বিন ইযহার বলেন, গণ অভ্যুত্থানে যেভাবে মানুষকে মারা হয়েছে, এর কোনো ক্ষমা নেই। এ দেশের মাটিতে এর বিচার হতেই হবে। আমরা বাংলাদেশি, আমরা মুসলমান। তিনি বলেন, নির্বাচনের আগে সব গণহত্যার বিচার করতে হবে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে। আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। উচ্চকক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।