দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাজবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেশিরভাগ সড়কে খোয়া উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, ছোট-বড় গর্ত। সেখানে বৃষ্টির পানি জমে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহনগুলো। ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে হাজার হাজার যাত্রী-পথচারী-চালকদের। সংশ্লিষ্টরা জানান, রাজবাড়ী পৌর এলাকার ১০৮ কিলোমিটার সড়কের বেহাল দশা। ৮ বছর আগে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় সংস্কার করা হয় কয়েকটি সড়ক। এরপর আর কোনো কাজ হয়নি। বেশিরভাগ সড়কে খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দ। গর্তে জমে থাকে বৃষ্টির পানি। রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের দুই নম্বর রেলগেট থেকে নূরপুর পর্যন্ত বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। রেলগেট থেকে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। শহরের বিনোদপুর, সোনাকন্দর, ড্রাই আইস ফ্যাক্টরি ও ভাবানিপুরসহ নয়টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সড়ক এলাকায় সংবাদ সংগ্রহের সময় একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়তে দেখা যায়। স্থানীয়রা এসব যানবাহনের যাত্রী ও চালকদের উদ্ধার করেন। হাসপাতাল সড়কের সেগুনবাগিচা এলাকার বাসিন্দা সেলিম রেজা বলেন, বর্ষায় রাস্তা খুব খারাপ হয়ে গেছে। সরু রাস্তায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। প্রতিদিন আমার দোকানের সামনে ৩ থেকে ৪টি দুর্ঘটনা ঘটে। অনেকেই আহত হন। এ সড়ক দিয়েই জেলা সদর হাসপাতালে যাতায়াত করতে হয়। রোগীদের সবচেয়ে ভোগান্তি হয় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এ সড়কে। স্থানীয় পারুল বেগম বলেন, আমরা হাসপাতাল সড়কে মাঝে মধ্যে চিৎকার চেচামেচি শুনে এসে দেখি ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা উল্টে রয়েছে। অনেক গাড়িতে রোগী ও স্বজনরা থাকেন। হাসপাতাল সড়কে দীর্ঘদিন এ অবস্থা হয়েছে। রাজবাড়ীর দুই নম্বর রেলগেট থেকে হাসপাতাল সড়ক দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে কৃষি পণ্য (তিল) নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী জয়নাল শেখ। সেগুনবাগিচা এলাকায় তার গাড়িটি উল্টে যায়। কাদা পানিতে তিল নষ্ট হয়ে যায়। তিনি বলেন, সড়কে বিভিন্ন স্থানে পানি জমে ছিল। একপাশে রাস্তায় বাঁশ ও লাল কাপড় দিয়ে আটকানো ছিল। অন্যপাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে যায়। আমার অনেক ক্ষতি হয়েছে। সাবেক পৌরসভা কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট বলেন, রাজবাড়ীতে দীর্ঘদিন রাস্তা সংস্কার করা হয় না। পৌরসভার অনেক রাস্তা যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, কয়েক বছর ধরে রাজবাড়ী পৌরসভার অনেক রাস্তার অবস্থা খারাপ। আমরা পৌরসভার রাস্তাগুলো মেরামতের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।